করোনায় আক্রান্তের সংখ্যা ৭ লাখ ছাড়ালো, মৃত্যু ৩৪ হাজার

|

গত ২৪ ঘণ্টায় আরও তিন হাজার একশত মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। মহামারীতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৩৪ হাজার ছুঁইছুঁই। মোট আক্রান্ত ৭ লাখ ২১ হাজার মানুষ।

রোববার সর্বাধিক প্রাণহানি হয়েছে স্পেনে। দেশটিতে মারা গেছেন ৮২১ জন। ইতালিতে এ সংখ্যা ৭৫৬। এ নিয়ে দেশ দু’টোতে করোনায় মৃতের সংখ্যা প্রায় ১৮ হাজার।

শুধু ইতালিতেই আক্রান্তের সংখ্যা লাখ ছুঁইছুঁই; স্পেনে ৮০ হাজারের বেশি। ফ্রান্স, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, জার্মানিসহ ইউরোপের অন্যান্য দেশে এ পর্যন্ত মারা গেছেন সাড়ে নয় হাজার মানুষ। পরিস্থিতি স্বাভাবিক হতে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে বলে সতর্ক করেছেন ব্রিটেনের এক শীর্ষ মেডিকেল কর্মকর্তা।

এদিকে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে ধীরে ধীরে বাড়ছে সংক্রমণ ও প্রাণহানি। শুধু মালয়েশিয়া আর ইন্দোনেশিয়াতেই এ পর্যন্ত মারা গেছেন প্রায় দেড়শ’ মানুষ; আক্রান্ত চার হাজারের কাছাকাছি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply