Site icon Jamuna Television

জীবাণুনাশক বিতরণ করছে নৌ পুলিশ

করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার ঠেকাতে নৌ-শ্রমিকদের মাঝে জীবাণুনাশক বিতরণ করেছে নৌ-পুলিশ। নদী বন্দরগুলো জীবাণু মুক্ত রাখতে আগামী এক মাস এই কার্যক্রম চলবে বলেও জানানো হয় নৌ পুলিশের পক্ষ থেকে।

টানা দশম দিনের মতো সোমবার সকালে সদরঘাট লঞ্চ টার্মিনালে জীবাণুনাশক ছড়ানো হয় নৌ-পুলিশের পক্ষ থেকে। বিনামূল্যে বিতরণ করা হয় জীবাণুনাশক।

জীবাণুনাশক বিতরণ শেষে নৌ-পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম বলেন, শুধু বড় বড় লঞ্চ নয়, জরুরি প্রয়োজনে যাতায়াতকারী নৌকাতেও দেয়া হচ্ছে জীবাণুনাশক। প্রতিদিন ২০ হাজার লিটার করে জীবাণুনাশক ছড়ানো হচ্ছে বলেও জানান তিনি।

Exit mobile version