Site icon Jamuna Television

যশোরে আইসোলেশন ওয়ার্ডে থাকা শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার:

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের জন্য নির্মিত আইসোলেশন ওয়ার্ডের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন এক শিশু কন্যার সোমবার সকালে মৃত্যু হয়েছে। ১২ বছর বয়সের শিশুটিকে তার অভিভাবকরা রোববার বিকেল সাড়ে চারটায় হাসপাতালে নিয়ে আসে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ জানান, ভর্তির সময় তার শারীরিক অবস্থার উপসর্গ দেখে তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়। আজ সকালে আইইডিসিআর’র স্থানীয় প্রতিনিধিদের তার নমুনা সংগ্রহ করার কথা ছিল।

এদিকে সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর পর আইইডিসিআর’র প্রতিনিধিরা উপসর্গ শুনে বলেছেন সে কোরানো আক্রান্ত ছিল না। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version