Site icon Jamuna Television

দিনাজপুরে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু, কোয়ারেন্টাইনে ৪০ পরিবার

হিলি প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলার যোতবানি ইউনিয়নের তপশি গ্রামে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৪০ বছরের এক ব্যক্তি মারা গেছে। সোমবার সকালে ওই ব্যক্তি তার নিজ বাড়িতে মারা যান।

স্থানীয়রা জানান, নিহত ব্যক্তি গত ১০-১২দিন আগে কুমিল্লা থেকে নিজ বাড়ি বিরামপুর আসে। তার পর থেকে তিনি জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলো। সে কুমিল্লায় ইতালি ফেরত এক ব্যক্তির বাসায় কাজ করতো।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানিয়েছেন, মৃত্যু ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। সংগ্রহকৃত নমুনা আইইডিসিআর এ পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হবে।

এ ঘটনায় নিহতের পরিবারসহ আশেপাশের ৪০টি পরিবারকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

Exit mobile version