Site icon Jamuna Television

ঈশ্বরদীতে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় গ্রেফতার ১

পাবনা প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদীতে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে জাহিদ হোসেন নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) অরবিন্দ সরকার জানান, গত শুক্রবার রাত আটটার দিকে বাড়ি ফেরার পথে রাস্তা থেকে ৫ম শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে যায় দুই বখাটে জাহিদ ও শান্ত। পরে স্থানীয় একটি আমবাগানে নিয়ে তারা ওই ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।

পরবর্তীতে ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এসে ছাত্রীকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে ভর্তি করা হয় পাবনা জেনারেল হাসপাতালে।

এ ঘটনায় সোমবার সকালে ভিকটিমের মা বাদী হয়ে দুইজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে আসামি জাহিদকে গ্রেফতার করে।

Exit mobile version