Site icon Jamuna Television

রংপুরে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় নিহত ৪

রংপুর প্রতিনিধি:

রংপুরের পীরগাছার অন্নদানগর ট্রেনের ধাক্কায় অটো চালকসহ চারজন নিহত হয়েছেন, আহত হয়েছে তিন জন।

পীরগাছা থানার ওসি রেজাউল করিম জানান, সোমবার দুপুর দেড়টার দিকে পার্বতীপুর থেকে একটি ইঞ্জিন বোনারপাড়ার দিকে যাচ্ছিল। এসময় অন্নদানগর রেলস্টেশনের দক্ষিণ রেল ঘুমটি অটো রিক্সার সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান অটোচালক হামিদুল ইসলাম দুখু (৩৪) এবং যাত্রী নুরুন্নাহার বেগম (২৫)।

পরে গুরুতর আহত অবস্থায় ৪ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া নেয়ার পথে অটো যাত্রী সুমি (২১) এবং মোস্তাফিজুর রহমান (৪২) নামে আরো দুই জন মারা যান। হাবিবা (৩৭) এবং ফেরদৌসি (২২) নামে ২ অটো যাত্রীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিহতদের মধ্যে সুমি ও নুরনাহার একই পরিবারের বলে জানিয়েছে পুলিশ। আহত এবং নিহতরা সবাই পীরগাছা থেকে লালমনিরহাট যাচ্ছিলেন।

Exit mobile version