Site icon Jamuna Television

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় করোনায় প্রথম মৃত্যু

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় প্রাণঘাতী করোনাভাইরাসে রোববার প্রথমবারের মতো এক নারী মারা গেছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে। গত ডিসেম্বর মাসের শেষ দিকে চীন থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর এই প্রথম এ ভাইরাসের সংক্রমণে সিরিয়ায় কেউ মারা গেলেন।

সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কারোনাভাইরাসে আক্রান্ত ওই নারীকে রোববার হাসপাতালে নেয়ার পরপরই মারা যান। পরে পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে যে, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, দেশে নতুন করে আরও চার ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট ১০ ব্যক্তি করোনায় আক্রান্ত হলেন। গত সপ্তাহে সিরিয়া প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করার কথা ঘোষণা করেছিল।

করোনোভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলার জন্য সিরিয়ার সরকার এরইমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে। এরমধ্যে জাতীয় সংসদ নির্বাচন স্থগিত ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কাজকর্ম স্থগিত করার ঘটনা রয়েছে।

Exit mobile version