বিশ্বে একদিনের ব্যবধানে করোনাভাইরাসে প্রাণহানি রেকর্ড ৪ হাজার ছুঁইছুঁই; আক্রান্তের সংখ্যাও ৬১ হাজারের বেশি। বিশ্বের ২০০ দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত সংক্রমণ ঘটেছে প্রাণঘাতী মহামারিটির।
এরমধ্যে, যুক্তরাষ্ট্রেই গেলো ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৫৬৫ জন; সবমিলিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়ালো। সবচেয়ে ভয়াবহ তথ্য-শুধু ষাটোর্ধ্বরাই নন, মহামারীটি কেড়ে নিচ্ছে বেশিরভাগ মধ্যবয়স্ক মার্কিনীর প্রাণ। যুক্তরাষ্ট্রে এক লাখ ৬৪ হাজারের মতো মানুষ ভাইরাসটিতে আক্রান্ত।
এদিকে, একদিনে প্রাণহানির রেকর্ডের শীর্ষে রয়েছে স্পেন। ইউরোপীয় দেশটিতে গেলো ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ৯১৩ জনের, নতুনভাবে আক্রান্ত ৮ হাজারের কাছাকাছি। প্রতিবেশী ইতালিতে সংখ্যাটি ৮১২, একদিনে সাড়ে ১১ হাজার মানুষের শরীরে মিলেছে ভাইরাসের উপস্থিতি। সবমিলিয়ে বিশ্বে করোনায় মারা গেছেন ৩৮ হাজারের কাছাকাছি মানুষ; আক্রান্ত ৭ লাখ ৮৪ হাজারের বেশি।
Leave a reply