করোনাভাইরাসে বিধ্বস্ত চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের জিচ্যাং শহরে বনভূমিতে দাবানলের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। এরমধ্যে ১৮ জন দমকলবাহিনীর সদস্য। খবর চিনহুয়া।
জানা যায়, সোমবার স্থানীয় সময় বেলা ৩টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। সেখানে দমকলবাহিনীর ১৪০টি গাড়ি মোতায়েন করা হয়েছে। এছাড়া চারটি হেলিকপ্টার এবং ৯শ দমকলবাহিনীর সদস্য উদ্ধার কাজ চালাচ্ছেন। প্রায় ১২শ মানুষকে দাবানল থেকে উদ্ধার করা হয়েছে।
এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসে গোটা বিশ্বে এ পর্যন্ত মারা গেছে ৩৭ হাজার ৬৮৬ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছে তিন হাজার ৭১৬ জন।
Leave a reply