টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইল ও সখিপুর উপজেলায় করোনাভাইরাসের আতঙ্কে কর্মহীন হয়ে ঘরে থাকা ৩ হাজার লোকজনের মধ্যে খাদ্য সহায়তা দিচ্ছেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।
তিনি তার বেতন থেকে খাদ্য সহায়তার জন্য চার লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন। দুই উপজেলার ইউএনও ও জনপ্রতিনিধিদের সাথে নিয়ে কর্মহীন মানুষের ঘরে ঘরে সংসদ সদস্য নিজে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন তিনি।
মঙ্গলবার সকালে সখীপুর উপজেলা হল রুমে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে জোয়াহেরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে বাসাইল-সখীপুরের কোন কর্মহীন ও দরিদ্র মানুষ না খেয়ে মরবে না। করোনাভাইরাসকে শান্তিপূর্ণভাবেই মোকাবেলা করে আমরা সফলকাম হব ইনশাআল্লাহ।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা, উপজেলা পরিষদের চেয়ার্যামন জুলফিকার হায়দার লেবু ও সখীপুর পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ প্রমুখ।
Leave a reply