সিঙ্গাপুরে একটি তেলবাহী ট্যাংকারের সাথে মার্কিন রণতরী ‘ইউএসএস জন ম্যাককেইনে’র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মার্কিন রণতরীর ১০ জন নাবিক নিখোঁজ রয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন।
মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় সময় সোমবার ভোর সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
মালাক্কা প্রণালীর দিকে যাচ্ছিলো রণতরী ম্যাককেইন। পথে সিঙ্গাপুরে যাত্রাবিরতির সময় লাইবেরিয়ান একটি জ্বালানিবাহী ট্যাংকারের সাথে ধাক্কা লাগে। এতে মার্কিন জাহাজের একাংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
নিখোঁজ নাবিকদের উদ্ধারে মার্কিন ও সিঙ্গাপুরি নিরাপত্তা বাহিনী যৌথ অভিযান শুরু করেছে। হেলিকপ্টার ও নৌবাহিনীর জাহাজের মাধ্যমে সমুদ্রে অনুসন্ধান চালানো হচ্ছে।
গত দুই মাসে এ নিয়ে দ্বিতীয়বার দুর্ঘটনায় পড়লো কোনো মার্কিন রণতরী। এর আগে জুন মাসে ইউএসএস ফিটজেরাল্ড প্রশান্ত মহাসাগরে ফিলিপাইনের একটি জাহাজের সাথে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনায় প্রাণ হারান ৭ মার্কিন নাবিক।
/কিউএস
Leave a reply