কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের প্রতি ঘণ্টায় সেলফি তুলে পাঠাতে হবে সরকারকে। প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এ সিদ্ধান্ত নিয়েছেন ভারতের কর্নাটক সরকার। বাড়িতে কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিরা যাতে কেউ মিথ্যা বলতে না পারেন তাই এই সিদ্ধান্ত।
ভারতের দক্ষিণের রাজ্যগুলোর মধ্যে কর্নাটকেই মোট আক্রান্তের সংখ্যা ৮০। সেখানে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩ জন। তাই সোমবার থেকে এই নির্দেশিকা জারি করল কর্নাটক রাজ্য সরকার। দ্য ইকোনমিক টাইমস।
কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী ডা. কে সুধাকরের জানান, যারা হোম কোয়ারেন্টিনে রয়েছেন তাদের সবাইকে নিজের মোবাইল থেকে প্রতি ঘণ্টায় সেলফি তুলে পাঠাতে হবে রাজ্য সরকারের একটি সাইটে। এই নির্দেশিকার অমান্য করলে হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের কাছে বা তাদের বাড়িতে পৌঁছে যাবে রাজ্য সরকারের নির্দিষ্ট একটি দল। তারা তখন ওই ব্যক্তিকে সরকারের গণ কোয়ারেন্টিন সেন্টারে নিয়ে যাবে। কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী জানান, হোম কোয়ারেন্টিন নাম করে যাতে কেউ বাইরে ঘুরতে না পারে বা সংক্রমণ ছড়াতে না পারে তাই এই পদক্ষেপ।
Leave a reply