এখনই হজের আনুষ্ঠানিকতা বাতিলের মতো সিদ্ধান্ত নিতে চায় না সৌদি আরব। মঙ্গলবার এ তথ্য জানান দেশটির হজ বিষয়ক মন্ত্রী। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য হজ পালনে আগ্রহীদের আরও অপেক্ষা করার আহবান তার।
আগামী জুলাই মাসে অনুষ্ঠিত হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। তবে করোনাভাইরাসের কারণে এবার অনিশ্চয়তা আছে মুসল্লিদের অংশগ্রহণ নিয়ে।
সৌদি মন্ত্রী জানান, হজের প্রস্তুতি নিয়ে এবার তাড়াহুড়ো না করতে, অনুরোধ করা হয়েছে মুসলিম দেশগুলোকে। মহামারীর গতিপ্রকৃতির ওপর নির্ভর করবে সিদ্ধান্ত। বেশি গুরুত্ব পাবে জনস্বাস্থ্যের বিষয়টি।
করোনার কারণে, গেলো মাসের শুরুতেই ওমরাহ স্থগিত করে সৌদি আরব। মক্কা-মদিনাসহ সব মসজিদে বন্ধ রাখা হয় নামাজের জামাত।
Leave a reply