পদ্মা সেতুর সব পিলার দৃশ্যমান

|

শরীয়তপুর প্রতিনিধি:

কংক্রিটের ঢালাই দেয়া হলো পদ্মা সেতুর সবশেষ পিলারে। এর মাধ্যমে ৪২ টি পিলারের সবকটি এখন দৃশ্যমান। জাজিরা প্রান্তে প্রায় ১২ ঘণ্টার ঢালাই শেষ হয় গতকাল রাত ১১টায়।

খুঁটিটি শক্ত হতে তিনদিন সময় লাগবে এবং স্প্যানের ভার নিতে সময় লাগবে একমাস। স্প্যানগুলো ধরে রাখতে আগেই বসানো হয় পিলার। এ পর্যন্ত ২৭টি স্প্যান বসানো হয়েছে। বাকি ১৪টি স্প্যান। চলতি মাসে আরও একটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে পদ্মা সেতু কর্তৃপক্ষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply