করোনার প্রভাব থেকে ক্রিকেট বাঁচাতে ৬ কোটি ১০ লাখ পাউন্ডের ফান্ড গঠন করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। করোনায় ক্রিকেটারদের জন্য মিলবে বিনোদন ঋণ।
কোভিড ১৯ এর প্রভাব পড়েছে ইংল্যান্ডের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে। কাউন্টি চ্যাম্পিয়নশিপ পিছিয়ে দেয়া হয়েছে ছয় সপ্তাহ। পিছিয়ে দেয়া হয়েছে একশ’ বলের ক্রিকেট ‘দা হান্ড্রেড’ ও টি-টোয়েন্টি ব্লাস্ট। এ অবস্থায়ও কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন কাটার চিন্তা নেই ইসিবি’র।
প্রধান নির্বাহী টম হ্যারিসন জানিয়েছেন, নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোকাবেলায় ৬ কোটি ১০ লাখ পাউন্ডের প্যাকেজ হাতে নিয়েছে ইসিবি। চার কোটি পাউন্ডের কাছাকাছি অর্থ পাওয়া যাবে খুব দ্রুতই।
রিক্রিয়েশনাল ক্রিকেটের জন্য সুদবিহীন ঋণে মিলবে আরও ২ কোটি ১০ লাখ পাউন্ড।
Leave a reply