মুন্সিগন্ঞ্জে ককটেল বিস্ফোরণ, আহত ১

|

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে মোল্লাকান্দি গ্রামে ককটেল বিস্ফোরণে জনি হাওলাদার নামে একজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত জনি হাওলাদার খাসকান্দি গ্রামের নুরুল আমিন হাওলাদারের ছেলে। জানা যায় মঙ্গলবার সন্ধ্যায় জমির উপর দিয়ে ট্রলি নিয়ে যাওয়ার বিষয় নিয়ে বাবু ও জনির মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় বাবুর সহযোগী মাসুদসহ তার গ্রুপের লোকজন জনির উপর ককটেল ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে জনি গুরুতর আহত হয়।

স্থানীয় সূত্রমতে জানা যায়, বাবু ও মাসুদ গ্রুপের লোকজন দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে এবং তাদের বিরুদ্ধে মাদকের মামলাও রয়েছে।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ জানায়, তারা এ বিষয়টি অবগত আছেন এবং বিষয়টি তদন্তের কাজ চলছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply