দেশের সকল উপজেলা থেকে প্রতিদিন কমপক্ষে দু’জনের করোনার নমুনা পরীক্ষার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার দুপুরে অনলাইন ব্রিফিং’য়ে এসব তথ্য জানান স্বাস্থ্য তথ্য ইউনিটের লাইন ডিরেক্টর হাবিবুর রহমান।
ব্রিফিংয়ে জানানো হয়, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় কেউ মারা যাননি। তবে, ১৪১ জনের নমুনা পরীক্ষায় আরও দু’জনের দেহে কোভিড নাইনটিনের উপস্থিতি মিলেছে। সবমিলে দেশে এখন ৫৬ জন করোনায় আক্রান্ত।
বিফ্রিং’য়ে আরও জানানো হয়,দেশে এখন ৭৮ জন আইসোলেশনে আছেন। আর ঢাকা ছাড়াও ১০টি পরীক্ষা কেন্দ্র থেকে নিয়মিত পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
বিফ্রিং’য়ে সিএমএইচডি’র পরিচালক জানান, এখন পর্যন্ত চিকিৎসা কর্মীদের জন্য সাড়ে তিন লাখের বেশি সুরক্ষা পোশাক বিতরণ করা হয়েছে। মজুদ আছে আরও ৫৬ হাজার। করোনা প্রতিরোধে বাংলাদেশ প্রস্তত বলেও জানান তিনি।
Leave a reply