‘ইত্যাদি’র উদ্যোগে নিয়ম মেনে ত্রাণ বিতরণ

|

করোনাভাইরাসের এই বৈশ্বিক দুর্যোগে বাংলাদেশও আক্রান্ত। এতে দুর্বিপাকে পড়েছেন নিম্ন আয়ের অসহায় ও অস্বচ্ছল দরিদ্র মানুষ, যারা দিন এনে দিন খায়। দেশের এই ক্রান্তি লগ্নে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র পক্ষ থেকেও নেয়া হয়েছে কিছু পদক্ষেপ ও কার্যক্রম।

আজ বৃহস্পতিবার ‘ইত্যাদি’ পরিবারের পক্ষ থেকে বেলকুচি উপেজলা সদরের আলহাজ-সিদ্দীক উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় সংক্রমণ ঝুঁকি এড়াতে ত্রাণ নিতে আসা মানুষের মাঝে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার ব্যবস্থা নেন আয়োজকরা। যারা খাদ্য বিতরণ করেন তারাও নিরাপত্তা সরঞ্জাম পরিধান করেন। এসময় উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ বিশিষ্টজনরা।

ইত্যাদি’র উদ্যোগে এই কার্যক্রমে অংশ নিয়েছেন ইত্যাদিতে বিভিন্ন সময়ে প্রদর্শিত জনকল্যাণে নিয়োজিত প্রচার বিমুখ বেশ ক’টি প্রতিষ্ঠান ও ব্যক্তিরা।

ইতাদির উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে ত্রাণ সামগ্রী বিতরণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ধারাবাহিকতায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ২০০ অসহায় পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply