নকলায় পিতা-পুত্র করোনা আক্রান্ত সন্দেহে বাড়ি লকডাউন

|

শেরপুর প্রতিনিধি:
শেরপুরে নকলা উপজেলার ধনাকুশা গ্রামে করোনা আক্রান্ত সন্দেহে একটি বাড়িকে লকডাউন করেছে স্বাস্থ্য বিভাগ।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা ফেরৎ এক রিক্সাচালক ও তার বাবাকে উপসর্গ দেখে করোনা আক্রান্ত বলে সন্দেহ করা হলে বাড়িটি লকডাউন করে স্বাস্থ্য বিভাগ। জানা গেছে রিক্সাচালক ব্যাক্তি গত ৪ দিন আগে ঢাকা থেকে বাড়িতে আসে। এ সময় তার গায়ে জ্বর, গলা ব্যাথা ও শ্বাসকষ্ট ছিল। তার পরিবার জানায় একইভাবে তার পিতা আক্রান্ত হলে খবর পেয়ে স্বাস্থ্য বিভাগ বাড়িটি লকডাউন ঘোষণা করে।

আজ দুপুরে ছেলেটির নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ পাঠানা হচ্ছে বলে জেলার সিভিল সার্জন নিশ্চিত করেছেন। বাড়ির অন্যান্য সদস্যদেরকে হোমকোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply