করোনা প্রতিরোধে ব্যর্থতা: কিরগিজস্তানের স্বাস্থ্য ও উপপ্রধানমন্ত্রী বরখাস্ত

|

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলার দায়িত্বে থাকা কিরগিজস্তানের স্বাস্থ্যমন্ত্রী কসমসবেক চোলপনবায়েভ ও উপপ্রধানমন্ত্রী আলতিনাই ওমরাবেকভাকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট সুরোনবে জিনবেকভ। বুধবার তাদের বরখাস্ত করা হয়।

করোনা মোকাবিলায় তাদের কর্মকাণ্ডে প্রেসিডেন্ট হতাশ। প্রেসিডেন্ট কার্যালয়ের ওয়েবসাইটে এ কথা জানানো হয়।

মঙ্গলবার কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে দেশটির টাস্কফোর্সকে নেতৃত্ব দেয়া স্বাস্থ্যমন্ত্রী কসমসবেক ও উপপ্রধানমন্ত্রী আলতিনাইয়ের সমালোচনা করেন প্রেসিডেন্ট জিনবেকভ। একই সঙ্গে তিনি ওই দুজনের কাজকে ‘অসন্তুষ্টিজনক’ বলে উল্লেখ করেন।

প্রেসিডেন্ট জিনবেকভ বলেন, করোনভাইরাস আক্রান্ত পরীক্ষিত ব্যক্তিদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করতে টাস্কফোর্সটি ধীরগতিতে কাজ করছিলো।

সরকারী পরিসংখ্যান অনুসারে, কিরগিজস্তানে ১১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং কেউ মৃত্যুবরণ করেনি।

কোভিড-১৯ প্রাদুর্ভাবের পরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে জরুরি তহবিল প্রাপ্ত প্রথম দেশ কিরগিজস্তান। আইএমএফ বলেছিল যে, “দেশটিতে জরুরি অর্থের ভারসাম্য পূরণের জন্য ১২১ মিলিয়ন ডলার অনুদান বরাদ্দ করা হয়েছে।

সূত্র: এএফপি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply