যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ১৭ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। সবমিলিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ৫৩ জনে।
হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে জানা যায়, বুধবার প্রাণ হারানো ব্যক্তিদের বেশিরভাগই নিউইয়র্কের বাস করতেন। বাকিরা নিউজার্সি’সহ অন্যান্য শহরে থাকতেন। তাদের মধ্যে রয়েছেন চারজন নারী যারা সবাই ষাটোর্ধ্ব।
নিশ্চিত সংখ্যা না জানালেও আরও অনেক বাংলাদেশির দেহে প্রাণঘাতি ভাইরাসটির উপস্থিতি মিলেছে। মঙ্গলবার পর্যন্ত করোনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু সংখ্যা ছিলো ৩৬। করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আরও অনেকে।
এদিকে প্রতিদিনই নতুন কারও মৃত্যুর খবরে আতঙ্ক ছড়িয়েছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে। এ অবস্থায় আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
Leave a reply