বাগেরহাট প্রতিনিধি:
মরণঘাতী করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে বাগেরহাটে কর্মরত এক পুলিশ সদস্যকে জেলা শহরের সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
এক সপ্তাহ ধরে তীব্র জ্বর, সর্দি-কাশিসহ করোনাভাইরাসে আক্রান্তের লক্ষণ নিয়ে বাগেরহাটে কর্মরত ওই পুলিশ বাগেরহাট সদর আসপাতালে আসলে দ্রুত পর্যবেক্ষণের জন্য হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।
এই পুলিশ সদস্যের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবীর জানান, জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে থাকা ওই পুলিশ সদস্যের করোনা পরীক্ষার প্রতিবেদন পেলেই সে করোনায় আক্রান্ত কি-না তা নিশ্চিত হওয়া যাবে।
এর আগে বাগেরহাট সদর হাসপাতাল ও শরণখোলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা ৬ জনের করোনা পরীক্ষা করে তাদের শরীরের কোন করোনাভাইরাস পাওয়া যায়নি। তারা সবাই সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানান সিভিল সার্জন।
Leave a reply