রংপুর প্রতিনিধি:
রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবরেটরিতে আজ শুক্রবার সকাল ৯টায় এগারটি নমুনা নিয়ে করোনা পরীক্ষা কার্যক্রম শুরু হবে।
রংপুর মেডিকেল কলেজের অণুজীব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও পিসিআর ল্যাবরেটরির তত্ত্বাবধায়ক ডাক্তার মোস্তাকিমুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে রাত দশটা পর্যন্ত ১১টি করোনা আক্রান্ত সন্দেহে নমুনা জমা পড়েছে।
যার মধ্যে রয়েছে রংপুর মেডিকেল কলেজ, বদরগঞ্জ, গংগাচড়া, মিঠাপুকুর ও পীরগাছা থেকে দুটি করে এবং হারাগাছ থেকে একটি নমুনা আসে।
শুক্রবার সকাল ৯ টায় এসব নমুনা দিয়েই প্রথমবারের মতো পরীক্ষা কার্যক্রম শুরু হবে। বেলা তিনটার পরে ফলাফল ঘোষণা করা হবে। এই মেশিনে একটি প্লেটে সর্বোচ্চ ৯৬ জনের একসাথে পরীক্ষা করা সম্ভব। এই ল্যাবরেটরি তে ২২৮টি পরীক্ষা কিট মজুদ আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
Leave a reply