Site icon Jamuna Television

করোনাভাইরাস শনাক্তের টেস্টিং কিট দেবে সাকিব আল হাসান ফাউন্ডেশন

এবার হাসপাতাল ও মেডিকেল ইনস্টিটিউটকে করোনাভাইরাস শনাক্তের টেস্টিং কিট দেবে সাকিব আল হাসান ফাউন্ডেশন।

যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা আইসোলেশনে থাকা সাকিব থাকছেন মানুষের পাশে। কনফিডেন্স গ্রুপকে নিয়ে সাকিব মানবতার সেবায় কাজ করার বিষয়টি নিশ্চিত করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সাকিব বলেন, ‘আমি খুবই গর্বের সাথে আপনাদের জানাচ্ছি যে, কনফিডেন্স গ্রুপ ও সাকিব আল হাসান ফাউন্ডেশন এক হয়ে সর্বমোট ২০ লক্ষ টাকার একটি ফান্ড গঠন করেছে। এই ফান্ড থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বেশ কিছু স্বনামধন্য হাসপাতাল ও মেডিকেল ইনস্টিটিউটকে টেস্টিং কিটের ব্যবস্থা করে দেয়া হবে।’

তিনি আরও বলেন, আমি কনফিডেন্স গ্রুপের সাথে একজোট হয়ে মানুষের জীবনে পরিবর্তন আনার লক্ষ্যে আরও কাজ করার ইচ্ছা প্রকাশ করছি।

Exit mobile version