পূর্ববর্তী মন্ত্রণালয়ের সাফল্য যতটা হয়েছে তা প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং তথ্য প্রযুক্তি উপদেষ্টার হাত ধরে হয়েছে বলে জানিয়েছেন নবনিযুক্ত তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। এ সময় নীতির সাথে আপোষ না করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
রোববার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। জানান, ২০১৮ সালের মার্চের ২৭ থেকে ৩১ তারিখের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপিত হবে।
তারানা হালিম বলেন, ভালো কাজ করার জন্য প্রধানমন্ত্রী যেখানে দায়িত্ব দেবেন সেখানেই সততার সাথে কাজ করবো। নীতির সঙ্গে কখনো আপোষ করিনি, ভবিষ্যতেও করবো না।
তথ্য মন্ত্রণালয়েও দুর্নীতি ঠেকানোর প্রত্যয় ব্যক্ত করে এই প্রতিমন্ত্রী বলেন, তার মূল লক্ষ্য মানুষ যেন আওয়ামী লীগ সরকারকে সফল বলে সেটি অর্জনে কাজ করা।
এসময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, পূর্বের মন্ত্রণালয়ের কাজ তারানা হালিম দায়িত্বপূর্ণ ও দক্ষতার সাথে পালন করেছেন। এরআগে সকালে তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিমিয় করেন সদ্য দায়িত্ব নেয়া তথ্য প্রতিমন্ত্রী।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply