দুবাই থেকে ফিরে মায়ের শ্রাদ্ধ উপলক্ষ্যে ধুমধাম করে অনুষ্ঠান করেছিলেন মধ্যপ্রদেশের সুরেশ নামে এক ব্যক্তি। তাঁর বাড়িতে খেয়েছিলেন অন্তত ১৫০০ নিমন্ত্রিত অতিথিরা। তার পরেই করোনাভাইরাস ধরা পড়ল সুরেশের।
মধ্যপ্রদেশের মোরেনায় এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। শুধু একা সুরেশ নয়, করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ রেজাল্ট এসেছে তাঁর পরিবারের আরও ১১ সদস্যের। এই অবস্থায় যাঁরা সেদিন তাঁর বাড়িতে নিমন্ত্রণ খেয়েছিলেন, তাঁদের শারীরিক অবস্থাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় গোটা এলাকা সিল করে দিয়েছে পুলিশ।
দুবাইয়ে ওয়েটারের কাজ করেন সুরেশ। গত ১৭ মার্চ দেশে ফেরেন তিনি। ২০ মার্চ মৃত মায়ের স্মৃতিতে অনুষ্ঠানের আয়োজন করেন। ২৫ মার্চ তাঁর শরীরে করোনার লক্ষণ দেখা দিলেও তিনি ডাক্তারের কাছে যেতে আরও পাঁচদিন সময় লাগিয়ে দেন।
সূত্র: এই সময়
Leave a reply