বগুড়া ব্যুরো:
বগুড়া শহরের একটি বাসায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন ৭০ বছর বয়সী এক ব্যক্তি। তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।
মৃত ব্যক্তির বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়। তিনি কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন। শনিবার বিকেলে বাসাতেই মারা যান তিনি। স্থানীয়রা জানান, ওই ব্যক্তি কয়েকদিন আগে গাইবান্ধা থেকে বগুড়ায় তার ছেলের ভাড়া বাসায় আসেন। তিনি আগে থেকেই হাপানির রোগী ছিলেন।
শনিবার বিকেলে জ্বর ও শ্বাসকষ্টে তিনি মারা গেছেন- এমন খবর জানার পর প্রতিবেশীরা হটলাইনে তথ্যটি স্বাস্থ্য বিভাগকে জানায়।
সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সামির হোসেন মিশু জানান, ওই ব্যক্তির জ্বর এবং শ্বাসকষ্ট ছিলো। এ কারণে সন্ধ্যায় তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগের কর্মীরা। এই নমুনা আইইডিসিআর এ পাঠানোর পর সেখান থেকে পরীক্ষার ফলাফল পাওয়া গেলে নিশ্চিত হওয়া যাবে যে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কী-না।
তবে যেহেতু করোনার কিছু উপসর্গের মিল পাওয়া গেছে, তাই তার মরদেহ দাফন সংক্রমণ রোগের বিধি অনুযায়ী হবে বলেও জানান তিনি।
Leave a reply