করোনার সবচেয়ে ভয়াবহ রূপ দেখছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর। বিশ্বের অন্যতম আধুনিক এই শহরটিতে গেলো ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ৩৪৭ জনের। এর মধ্যে নতুন করে দুইজনসহ মোট ৬৬ বাংলাদেশির প্রাণ গেছে। এ নিয়ে নিউ ইয়র্কে মোট প্রাণহানি ৩ হাজার ৫৬৫। যা চীনের মোট প্রাণহানির চেয়েও বেশি।
নিউ ইয়র্ক শহরে নতুন করে আক্রান্ত ১০ হাজারের বেশি মানুষ। সব মিলিয়ে শহরটিতে সংক্রমিত রোগীর সংখ্যা ১ লাখ ১৩ হাজার ছাড়িয়েছে। যা প্রায় ইতালির মোট আক্রান্তের সমান।
নিউ ইয়র্ক গভর্নর অ্যান্ড্রু ক্যুমোর শঙ্কা বলেন, আগামী দুই সপ্তাহ আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে করোনা। তিনি জানান, শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে এক হাজার ভেন্টিলেটর পাঠিয়েছে চীন। এছাড়াও বাসিন্দাদের জরুরি সহায়তায় সেনা মোতায়েন করা হয়েছে।
Leave a reply