আগামী ১১ এপ্রিল পর্যন্ত পোশাক কারখানা বন্ধ রাখতে মালিকদের প্রতি অনুরোধ করেছেন বিজিএমইএ’র সভাপতি রুবানা হক। গতকাল রাতে এক অডিও বার্তায় তিনি এ অনুরোধ জানান।
একই সাথে সব পোশাক শ্রমিকের মার্চ মাসের বেতন দেয়া হবে বলে আশ্বস্ত করেছেন তিনি। অডিও বার্তায় রুবানা হক কর্মক্ষেত্রে অনুপস্থিতির কারণে শ্রমিকদের চাকরিচ্যুত না করতে মালিকদের প্রতি আহবান জানান।
এর আগে গত ২৬ মার্চ এক বার্তায় বিজিএমইএ’র সভাপতি রুবানা হক জানান, করোনার প্রাদুর্ভাব ঠেকাতে সরকার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন। এ সময় জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় তৈরি পোশাক কারখানাগুলোও বন্ধ রাখতে মালিকদের প্রতি আহবান জানান বিজিএমইএ।
Leave a reply