এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বার্সেলোনার সহ সভাপতি জোর্ডি কার্ডোনের।
বেশ কয়েকদিন ধরে শ্বাস কষ্টে থাকার পর স্পেনের একটি হাসপাতালে পরীক্ষা শেষে তার কোভিড-১৯ পজেটিভ ধরা পড়ে। স্প্যানিশ পত্রিকা মুন্দো দেপোর্তিভো জানায় এ খবর।
তবে ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। এ নিয়ে কাতালান ক্লাবটির মোট তিনজন কোভিড-১৯ রোগে আক্রান্ত হলেন। কার্ডোন অবশ্য দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলেও জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম। চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন ১২ লাখের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৬৪ হাজারের বেশি মানুষের।
Leave a reply