Site icon Jamuna Television

নিজের চারতলা অফিস কোয়ারেন্টাইন সেন্টারের জন্য ছেড়ে দিলেন শাহরুখ

করোনা মোকাবিলায় একগুচ্ছ অনুদানের কথা ঘোষণা করেছিলেন আগেই। এবার নিজের ব্যক্তিগত অফিসও ছেড়ে দিচ্ছেন বলিউড কিং শাহরুখ খান। ছেড়ে দেয়া অফিসকে জনসাধারণের জন্য কায়ারোন্টাইন সেন্টার হিসেবে ব্যবহার করা হবে।

শনিবার সকালে মুম্বাই পৌরসভার পক্ষ থেকে একটি টুইট করা হয়। সেই টুইটে শাহরুখ এবং তার স্ত্রীকে এই চরম দুঃসময়ে মানুষের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে লেখা হয়, “শাহরুখ এবং গৌরী খান তাদের ব্যক্তিগত চার তলা অফিসটি শিশু, মহিলা এবং বয়স্কদের কোয়ারেন্টান সেন্টার হিসেবে দান করার মতো যে পদক্ষেপ নিলেন তা নিঃসন্দেহে সুচিন্তার প্রতিফলন।”

এর আগে কিং খান কেন করোনা প্রতিরোধে এগিয়ে আসছেন না সেটা নিয়ে বেশ সমালোচনা হয়।

Exit mobile version