কক্সবাজারের টেকনাফের শাপলাপুর সৈকতে মিলেছে মৃত ডলফিন। এনিয়ে গত দুইদিনে বেশ কয়েকটি মৃত ডলফিন ভেসে এলো।
স্থানীয়রা জানায়, পাঁচটি ডলফিন সৈকতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে তারা। ডলফিনগুলোর পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয়দের ধারণা, মাছ ধরার ট্রলারের আঘাতে মারা গেছে ডলফিনটি। মৃত একেকটি ডলফিনের ওজন প্রায় ৩ মণ। বেশ ক’দিন আগে কলাতলী পয়েন্টের সাগরে খেলা করতে দেখা গেছে একদল ডলফিনকে।
Leave a reply