মাদারীপুরে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

|

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনিতে জ্বর-গলা ব্যথায় একজনের মৃত্যু হয়েছে। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কী-না সেটি জানার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।

মৃত ব্যক্তি কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের চর আলিমাবাদ গ্রামের বাসিন্দা। তার বয়স হয়েছিল ৫০ বছর।

পুলিশ জানান, শনিবার সন্ধ্যার কিছুক্ষণ পরে শরীরে জ্বর ও গলাব্যথা নিয়ে অসুস্থ হন ওই ব্যক্তি। এসময় তারা স্থানীয় একজন চিকিৎসক ডেকে আনলে তিনি কিছু ওষুধ দেন। পরবর্তীতে ভোর রাতে সালাম ফকির মারা যায়। পরে কালকিনি থানা পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গিয়ে নমুনা সংগ্রহ করে। এই নমুনা পরীক্ষার জন্যে আইইডিসিআরে পাঠানো হবে।

কালকিনি থানার ওসি মো. নাসিরউদ্দিন বলেন, কয়েকটি বাড়ি পুলিশের নজরদারিতে রাখা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply