গার্মেন্টস খোলার সিদ্ধান্ত করোনা সংক্রমণের শঙ্কা বাড়িয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

|

গার্মেন্টস খোলার সিদ্ধান্ত করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কা বাড়িয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা না করেই পোশাক কারখানা খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এসময় তিনি দেশবাসীকে উদ্দেশ্য করে বলেন, যার যার ঘরে থাকবেন। সামাজিক দূরত্ব মেনে চলবেন। বাসার বাইরে বের হলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম মেনে চলবেন। নামাজ ঘরে পড়বেন।

এদিকে, আজ নতুন করে ১৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত দেশে মোট করোনা রোগীর সংখ্যা ৮৮ জন। আজকের ব্রিফিংয়ে আরো জানানো হয়, দেশে করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মারা গেলেন মোট ৯ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply