ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বা পিপিই বিক্রি হচ্ছে ফুটপাতে! অবিশ্বাস্য হলেও সত্য, সাধারণ কাপড়ে সেলাই করা এসব সামগ্রী বিক্রিও হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকায়। মিটফোর্ড হাসপাতালের সড়ক, অলিগলিসহ কিছু ফার্মেসিতেও বিক্রি হচ্ছে পিপিই নামে।
যারা কিনছেন বা বিক্রি করছেন, কোন পক্ষই জানে না আসলে এগুলো ব্যবহারে কোন সুরক্ষা মিলবে কী-না।
দেশে-বিদেশে মান-সম্মত পিপিই সরবরাহে কাজ করছে অনেক পোশাক কারখানা,
এগুলো একেকটির দামও বেশ। কিন্তু এক্সক্লুসিভ এ পণ্য এখন বিক্রি হচ্ছে ফুটপাতে। মিটফোর্ড হাসপাতাল এলাকার সড়ক, অলিগলি বা সাধারণ ফার্মেসি- এখান থেকে যেকেউ কিনতে পারেন ৩০০ থেকে ৪০০ টাকায়।
বিক্রেতাদের দাবি, সাধারণ মানুষই মূলত এগুলো মূল ক্রেতা। তবে কিছু ডাক্তার আর নার্সও এগুলো কিনছেন বলে জানান তারা।
মহামারির সময়ে এ ধরনের পিপিই’র ব্যবসা বিভ্রান্ত করতে পারে যে কাউকে।
Leave a reply