শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় সারাদেশে বিপর্যস্ত জনজীবন। দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা ২.৬ ডিগ্রিতে নেমেছে। গত অর্ধশতাব্দীর মধ্যে এটাই দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ৩ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে। আবহাওয়া অফিস জানিয়েছে, নীলফামারীর সর্বনিম্ন তাপমাত্রা ২.৯ ডিগ্রি এবং কুড়িগ্রামে ৩.২ ডিগ্রি। উত্তরের জেলা কুড়িগ্রাম, গাইবান্ধা, পঞ্চগড়সহ সবকটি জেলায় শীতের তীব্রতা বেড়েছে। গেল এক সপ্তাহে কুড়িগ্রামে শীতজনিত রোগে ৬ জনের মৃত্যুরহয়েছে। চুয়াডাঙ্গায় ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। হাসপাতালে ভর্তি আরও অনেকে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও শীতের তীব্রতা বেড়েছে। চুয়াডাঙ্গা, সুনামগঞ্জ ও সাতক্ষীরায় ঘন কুয়াশা আর প্রচণ্ড ঠান্ডায় জবুথবু অবস্থা। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম।
Leave a reply