Site icon Jamuna Television

কোয়ারেন্টাইনে গেলেন ভারতীয় আধা সামরিক বাহিনীর প্রধান

কোয়ারেন্টাইনে গেছেন ভারতীয় আধা সামরিক বাহিনী কেন্দ্রীয় সুরক্ষা পুলিশ বাহিনী (সিআরপিএফ) এর প্রধান এপি মহেশ্বরী। বাহিনীর এক ডাক্তারের করোনা পজেটিভ আসার পরপরই রোববার তিনি নিজেকে কোয়ারেন্টাইনে নিয়ে যান বলে জানায় ভারতীয় গণমাধ্যম স্ক্রল ইন।

সংবাদ সংস্থা পিটিআই জানায়, গত সপ্তাহে মহেশ্বরী বিএসএফ এর হেলিকপ্টারে করে ছত্রিশগড় যান।

এক টুইটে বাহিনীটির প্রধান জানান, আমি আমার চলাফেরায় নিয়ন্ত্রণ আরোপ করেছি যাতে এই ভাইরাসের সংক্রমণ হওয়া রোধ করতে পারি।

সিআরপিএফ এর মুখপাত্র মোজেস ধিনাক্রণ বলেন, করোনা আক্রান্ত ওই মেডিকেল কর্মকর্তার সংস্পর্শে যারাই এসেছেন সেসব অফিসারকেই কোয়ারেন্টাইন করা হয়েছে। এর মধ্যে সিআরপিএফ প্রধান মহেশ্বরীও রয়েছেন।

Exit mobile version