পুলিশকে হতে হবে মানুষের সেবক, শাসক নয়। তাদের সবসময় আইনের রক্ষকের ভূমিকায় দেখতে চাই, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, জঙ্গি-সন্ত্রাসবাদ নিমূর্ল ও মদতদাতাদের আইনের আওতায় আনতে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট কার্যকর ভূমিকা অব্যাহত রাখবে। অপরাধ নিয়ন্ত্রণ, সনাক্ত ও দমনে এই বাহিনী আধুনিক প্রযুক্তি ব্যবহার করবে। সেই সাথে মানিলন্ডারিং ও সাইবার ক্রাইমের মত অপরাধ নিয়ন্ত্রণে অবিলম্বে পুলিশ বাহিনীর বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানান প্রধানমন্ত্রী।
জঙ্গি-সন্ত্রাসীর কোন ধর্ম-বর্ণ-গোত্র নেই এমন মন্তব্য করে তাদের প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ২০১৭ সালে বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ১৮২ পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক ও ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’ দেয়া হয়।
সেখানে প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন।
Leave a reply