নড়াইলে মানুষের ঢল সামলাতে হিমশিম আইনশৃংখলা বাহিনী

|

নড়াইলের বিভিন্ন এলাকার রাস্তায় এখনও মানুষের ঢল। ঢল সামলাতে আইন শৃংখলা রক্ষাকারি বাহিনীসহ প্রশাসনের লোকজন হিমশিম খচ্ছে।

সোমবার সকাল থেকে এ জনসমাগম কমানোর লক্ষে শহরের বিভিন্ন সড়কে সশস্ত্র বাহিনী, পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত করোনাভাইরাসের প্রতিরোধ সম্পর্কে গণসচেনতামুলক প্রচারণা করে।

সশস্ত্র বাহিনী ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা জেলার বিভিন্ন কাঁচা বাজারে অযথা জনসাধারনের চলাচলে বাঁধা নিষেধ করে। দোকানের সামনে একজনের বেশি ক্রেতা দাঁড়িয়ে থাকলে জরিমানা করা হবে বলে সর্তক করে দেন। ব্যাটারী চালিত ইজিবাইক, ভ্যানগাড়ী, মোটর সাইকেল থেকে একের অধিক যাত্রী নামিয়ে তাদের বাড়ি যেতে বাধ্য করেন।

এদিকে ভ্রাম্যমাণ আদালত শহরে অযথা চলাফেরার জন্য একজনকে এবং দোকানে মূল্য তালিকা না থাকায় দুই দোকানদারকে জরিমানা করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply