বান্দরবানে হেডম্যানের ছেলের গলাকাটা লাশ উদ্ধার

|

বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানে হেডম্যানের (মৌজা প্রধান) ছেলের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি রুমা উপজেলার পাইন্দু মৌজার হেডম্যান মং চ উ মারমার বড় ছেলে লু সাই মং মারমা (৩৪)।

রবিবার রাতে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ পাইন্দু ইউনিয়নের বাগানপাড়া এলাকার পাহাড়ী ঝিড়ির পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লু সাই মং মারমা শুক্রবার সকালে ঘর থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। রবিবার বিকালের দিকে স্থানীয় জুমিয়ারা জুমে আগুন দিতে গিয়ে ঝিড়ির পাড়ে একটি দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম চৌধুরী সাংবাদিকদের জানান, তাকে কারা কি কারণে হত্যা করেছে সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায় নি। এছাড়া এ বিষয়ে কোনও মামলা হয়নি এবং কাউকে আটকও করা হয়নি। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। মামলা হলে তদন্ত শেষে বলা যাবে, কে বা কারা কেন তাকে হত্যা করেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply