নতুন এক চ্যালেঞ্জ নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো

|

করোনার কারণে ঘরে বন্দি হয়ে পড়া ফুটবলারদের জন্য নতুন এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ঠিক এমনই এক খবর প্রকাশ করেছে ইংলিশ নিউজ নামে একটি জনপ্রিয় অনলাইন।

ফিটনেস নিয়ে কাজ করতে গিয়ে দিলেন কোর রিপ এক্সারসাইজ চ্যালেঞ্জ। ইস্টাগ্রামে দেয়া সেই ভিডিওতে মাত্র ৪৫ সেকেন্ডে ১৪২টি রিপ টো টাচ করেন সিআর সেভেন। রোনালদোর এই চ্যালেঞ্জ প্রথমেই গ্রহন করেন ম্যানচেস্টার ইউনাইটেডের তার দুই স্বদেশি ব্রুনো ফর্নান্দেস ও ডিয়েগো ডেলট। ৪৫ সেকেন্ডে ফার্নান্দেস ১১৭ আর ডেলট করেন মাত্র ১০৫ রিপ টো টাচ।

উল্লেখ্য, বিশ্বের অন্যতম এই সেরা ফুটবলার ও ক্রীড়া ব্যক্তিত্ব কোয়ারেন্টাইন শেষ করে নিজ বাসায় অবস্থান করছেন। বাসায় বসেই সামাজিক মাধ্যমে চালাচ্ছেন করোনা প্রতিরোধী নানা প্রচার প্রচারণা। এর আগে রোনালদোর ক্লাব জুভেন্তাসের সতীর্থ ডেনিয়েল রুগানির করোনাভাইরাস ধরা পড়লে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে যান রোনালদো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply