করোনাভাইরাসের কারণে মাকে হারিয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। বার্সেলোনার মানরেসা শহরে করোনায় আক্রান্ত হয়েছিলেন গার্দিওলার মা সালা ক্যারিও। শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৮২ বছর বয়সী এই নারী।
ম্যানচেস্টার সিটির অফিসিয়াল টুইটার থেকে গার্দিওলার মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সিটির পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ক্লাবের সবার পক্ষ থেকে আমাদের কোচ পেপ গার্দিওলা ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা।
এর আগে, গেল সপ্তাহে কাতালুনিয়ায় নিজ গ্রামে করোনা মোকাবেলায় প্রায় এক মিলিয়ন ইউরো অর্থ সহযোগিতা করেছিলেন গার্দিওলা।
উল্লেখ্য, বিশ্বজুড়ে করোনায় বিপর্যস্ত দেশগুলোর মধ্যে স্পেন অন্যতম। দেশটিতে ১ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ১৩ হাজারেরও বেশি মানুষ।
Leave a reply