সেবা দিতে যেয়ে চিকিৎসক-নার্সরা করোনায় আক্রান্ত হলে সরকারি খরচে চিকিৎসা: প্রধানমন্ত্রী

|

করোনায় চিকিৎসা দেয়া স্বাস্থ্যকর্মীদের কেউ আক্রান্ত হলে তার চিকিৎসার সমস্ত ব্যবস্থা সরকার বহন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

আজ মঙ্গলবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোকে করোনা মোকাবেলায় দিকনির্দেশনা দেয়ার জন্য আয়োজিত এক ভিডিও কনফারেন্সে এমন কথা বলেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী বলেন, করোনা চিকিৎসা দেয়া সকল চিকিৎসক-নার্সদের জন্য ৫ থেকে ১০ লক্ষ টাকার জীবন বীমা করার সুবিধা দেয়া হবে। তবে যারা করোনার সময় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন তাদের জন্য এ বীমা সুবিধা দেয়া হবে। কিন্তু যারা মনে করবে আমাদের সুবিধা দিলে আমরা কাজে আসবো তাদের জন্য এ সুবিধা দেয়া হবেনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply