বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন (অব.) আব্দুল মাজেদ ঢাকায় গ্রেফতার

|

বঙ্গবন্ধুর অন্যতম খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত আব্দুল মাজেদকে গ্রেফতার করা হয়েছে। তিনি দীর্ঘদিন বিদেশে পলাতক ছিলেন।

মধ্যরাত তিনটার দিকে, রাজধানীর মিরপুর সাড়ে এগারো এলাকা থেকে তাকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম ইউনিট। দুপুরে তাকে ঢাকার মহানগর হাকিম আদালতে তোলা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মহানগর হাকিম জুলফিকার হায়াতের আদালতে খুনী মাজেদ জানান, দীর্ঘদিন ভারতের কলকাতায় পালিয়ে ছিলেন তিনি। তিনি জানান, এ সময় তার দণ্ডাদেশ কার্যকর প্রক্রিয়া বিচারিক আদালতের মাধ্যমে চলবে।
বরখাস্ত ক্যাপ্টেন আব্দুল মাজেদ বঙ্গবন্ধুর আত্নস্বীকৃত খুনি। তবে, কিভাবে এই খুনি দেশে ঢুকলো তা এখনও স্পষ্ট নয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply