১১ এপ্রিল করোনা পরীক্ষার কিট হস্তান্তর করবে গণস্বাস্থ্য

|

কোভিড-নাইনটিন পরীক্ষা করার কিটের স্যাম্পল তৈরি শেষ পর্যায়ে, এবার পরীক্ষা করার পালা। গণস্বাস্থ্যের গবেষকদের তৈরি কিট সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে ১১ এপ্রিল।

গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী জানান, হাতে থাকা কাঁচামাল দিয়ে তৈরি করা যাবে ১০ হাজার কিট। মাসে ২ লাখ কিট তৈরি করতে দরকার হবে ৫০ কোটি টাকার তহবিল। সেক্ষেত্রে সহায়তা লাগবে, সরকার ও ব্যাংকের।

এরআগে, দেশে পরীক্ষার জন্য প্রয়োজনীয় কিট সংকটের কথা বলা হচ্ছে প্রথম থেকে। এসবের মাঝেই সুখবর দেন গণবিশ্ববিদ্যালয়ের গবেষকরা। জানান, তাদের আবিস্কারে নমুনা থেকে ১৫ মিনিটেই পাওয়া যাবে ফল। বাণিজ্যিক উৎপাদনে গেলে কিটের দাম হবে ২০০ টাকা বা তার কম।

তারা বললেন, হাতে যে কাঁচামাল আছে, তা দিয়ে কিট তৈরি করা যাবে ১০ হাজার। এরপর মাসে ২ লাখ কিট উৎপাদনের লক্ষ্য। সেক্ষেত্রে বিনিয়োগ লাগবে ৫০ কোটি টাকা।

সারাবিশ্বের করোনা আক্রান্ত মানুষের পাশে থাকতে কিটটির পেটেন্ট রাইট করবে না গণস্বাস্থ্য।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply