Site icon Jamuna Television

ময়মনসিংহে ডাক্তারদের পিপিই ও কীট দিয়ে সহযোগিতা

ময়মনসিংহ ব্যুরো:

করোনাভাইরাস শনাক্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে ২২০টি কীট দিলেন নেত্রকোনা-১ (দূর্গাপু-কলমাকান্দা) আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী। ময়মনসিংহ মেডিকেল কলেজে এসব কীট ময়মনসিংহ শাখার বিএমএর সভাপতি মতিউর রহমান ভুইয়ার হাতে তুলে দেয়া হয়। এসময় কলেজটির অধ্যক্ষ অধ্যাপক চিত্ত রঞ্জন দেবনাথ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার দুপুরে মোশতাক আহমেদ রুহীর পক্ষ থেকে এসব কীট তুলে দেন কাউসার আহমেদ জনি ও বুলবুল ইসলাম।

এর আগে, ময়মনসিংহে চিকিৎসক, নেত্রকোণা জেলা ও উপজেলার সকল হাসপাতাল, পুলিশ হাসপাতাল, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন ও বিজিবি কার্যালয়ে পুনঃব্যবহারযোগ্য পিপিই সেট প্রদান করা হয়।

মোশতাক আহমেদ রুহী বলেন, বিদেশ থেকে আমদানি করে স্বাস্থ্য বিধি অনুসরণ করেই ১৫ লাখ টাকার কীট এবং সুরক্ষা সরঞ্জাম দেয়া হয়েছে।

Exit mobile version