Site icon Jamuna Television

টাঙ্গাইলে প্রথম করোনা রোগী শনাক্ত, এলাকা লকডাউন

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলে প্রথম বারের মতো এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার রাতে ঢাকার আইটিইএস থেকে টাঙ্গাইলের সিভিল সার্জনকে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়।

আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি মির্জাপুর উপজেলা বৈরাগী ভাওড়া পশ্চিম পাড়া এলাকায়। তিনি রোববার নারায়নগঞ্জ থেকে টাঙ্গাইলের মির্জাপুরে নিজ বাড়িতে আসেন। সেখানে একটি ক্লিনিকে কাজ করতেন। পরে রাতেই পশ্চিম পাড়া এলাকায় প্রায় ৩০ পরিবারকে লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

এ ব্যাপারে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান বলেন, সোমবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে সেখান থেকে আজ রাতে ফোন করে জানানো হয় ওই ব্যক্তির করোনা পজেটিভ এসেছে। আজ বুধবার এ রির্পোটটি হাতে পাবো।

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল মালেক জানান, ওই গ্রামের একটি পাড়া লকডাউন করা হয়েছে। সেখানে প্রায় ৩০ টি পরিবার রয়েছে। ওই এলাকা থেকে কেউ বের হতে পারবেন না আবার কেউ প্রবেশও করতে পারবে না। তিনি আরও জানান ওই ব্যক্তিকে এ্যাম্বুলেন্সে করে ঢাকায় কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

Exit mobile version