Site icon Jamuna Television

মানিকগঞ্জে জ্বর-কাশিতে একজনের মৃত্যু, ৩ বাড়ি লকডাউন

স্টাফ রিপোর্টার,মানিকগঞ্জ:

মানিকগঞ্জের সাটুরিয়ায় জ্বর, কাশি ও শ্বাসকষ্টে এক ব্যক্তি মারা গেছেন। আগে থেকেই তার শ্বাসকষ্ট থাকলেও ৪/৫ দিন ধরে জ্বর-কাশিতে ভুগছিলেন তিনি।

বুধবার সকালে উপজেলার গোলড়া গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিত হতে মৃত ব্যক্তির শরীরের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। নমুনা পাঠিয়ে দেয়া হবে আইইডিসিআরে।

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করছেন। এ ঘটনায় বাড়তি সর্তকতায় তার সংস্পর্শে আসা স্থানীয় এক পল্লীচিকিৎসকসহ তিন পরিবারকে হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং ওই তিন বাড়ি লকডাউন ঘোষণা করা হয়। পরে প্রশাসনের ব্যবস্থাপনায় মৃত ব্যক্তির জানাযা এবং দাফন করা হয়।

Exit mobile version