তাবলিগ থেকে ফেরার তিন দিনের মাথায় বৃদ্ধের মৃত্যু

|

রাজশাহীর বাঘা উপজেলায় বাবা ও ছেলে তাবলিগ থেকে ফেরার তিন দিনের মাথায় বাবার মৃত্যু হয়েছে। তিনি করোনাভাইরাসে সংক্রমিত কি না,তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করা হয়েছে।মৃত ব্যক্তির বয়স প্রায় ৭০ বছর।

স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের তথ্যমতে,বাবা-ছেলে দুজনই কুষ্টিয়ার দৌলতপুরে ৪০ দিনের জন্য তাবলিগে গিয়েছিলেন। তিন দিন আগে বাঘায় ফেরার পর থেকে তাদের তত্বাবধানে পরিচালিত মাদ্রাসায় অবস্থান করছিলেন। মাদ্রাসাটি আগে থেকে বন্ধ থাকায় কোন শিক্ষার্থী ছিল না। সেখানে সকালে ওই ব্যক্তি মৃত্যুবরণ করেন।

স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার দাবি, ওই ব্যক্তির করোনার কোনো লক্ষণ ছিল না।

যদিও জেলা সিভিল সার্জন জানিয়েছেন, মৃত ব্যক্তি ডায়াবেটিসে ভুগছিলেন ও বর্তমানে জ্বর ছিল। কুষ্টিয়ায় ৪০ দিন তাবলিগ জামায়াতে অবস্থানে আগে কিশোরগঞ্জেও তাবলিগে গিয়েছিলেন ওই ব্যক্তি।

এদিকে দুপুর দুইটা পর্যন্ত তার মরদেহ মাদ্রাসাতেই ছিল। তার ছেলেকেও মাদ্রাসার বাইরে আসতে নিষেধ করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply