ঢাকা থেকে পালিয়ে আসা করোনা আক্রান্ত নারী ও তার স্বামী আইসোলেশনে

|

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী জেলা সদরের দাদশী ইউনিয়ন থেকে করোনা আক্রান্ত সোনিয়া (২৯) ও তার স্বামী মালেককে সদর হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।

বুধবার ভোরে পুলিশ ও স্বাস্থ্য বিভাগের লোকজন তাদেরকে বাড়ি থেকে সদর হাসপাতালে নিয়ে আসে। এর আগে ৪ এপ্রিল শরীরে করোনা ভাইরাস আক্রান্তের সন্দেহে সোনিয়া ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে করোনা পরীক্ষা করালে তাঁর শরীরে এই ভাইরাসটি ধরা পড়ে।

রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সোনিয়া করোনা আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি ছিলো। মঙ্গলবার সে ঢাকা থেকে পালিয়ে আসে। রাতে পুলিশ তার বাড়ি ঘিরে রাখে। পরে তাঁর স্বামী সহ তাকে রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে। বুধবার ওই এলাকা লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply